ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস নিয়ে সংঘর্ষে আহত ১৫
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার থলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুকান্ত মজুমদার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে থলিয়ারা গ্রামের খামারি কুদ্দুস মিয়ার কয়েকটি হাঁস একই এলাকার সবুর মিয়ার ধানখেতে গিয়ে ধানের কিছু চারা খেয়ে ফেলে। এ নিয়ে সবুর মিয়ার সঙ্গে কুদ্দুস মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে সেখানেও দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম