বগুড়ায় ট্রাক চালককে মারপিটের প্রতিবাদে সড়ক অবরোধ


প্রকাশিত: ০১:২৬ পিএম, ১২ জুলাই ২০১৫

বগুড়ার কাহালুতে চাঁদা আদায়কে কেন্দ্র করে ট্রাক ভাঙচুর এবং চালককে মারপিটের প্রতিবাদে শ্রমিকরা এক ঘণ্টা সড়কে অবস্থান ধর্মঘট পালন করেন। রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে ধর্মঘট চলাকালে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হলে যাত্রী ও জনসাধারণ দুর্ভোগে পড়েন।

আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক বগুড়ার কাহালু শাখার সহ-সভাপতি আজিজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কাহালু চারমাথা এলাকায় কতিপয় ব্যক্তি ট্রাক থেকে চাঁদা আদায় করে আসছে। রোববার তারা ট্রাক চালক ফারুক হোসেনকে (২৫) মারপিট এবং ট্রাকের গ্লাস ভাঙচুর করে। প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ এসে চাঁদাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

বগুড়ার কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, এ ঘটনায় ট্রাক চালক ফারুক হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিমন বাসার/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।