সিসি ক্যামেরার আওতায় ব্রাহ্মণবাড়িয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭

জেলা সদর হাসপাতালের পর এবার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আসছে ব্রাহ্মণবাড়িয়া শহর। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের লক্ষে শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক ও বিপণী বিতানে ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর মডেল থানা চত্বরে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হকের সভাতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

সংস্কৃতি কর্মী মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।