১৪ দিন পর দিনাজপুর-পার্বতীপুর সড়কে যান চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০১ জানুয়ারি ২০১৮

দিনাজপুরের কাঁকড়া নদীর উপরে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার ১৪ দিন পর দিনাজপুর-পার্বতীপুর সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। সোমবার ভেঙে যাওয়া বেইলি ব্রিজ প্রতিস্থাপনের পর চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর চিরিরবন্দর এলাকায় কারেন্টহাট সংলগ্ন কাঁকড়া নদীর উপর অবস্থিত বেইলি ব্রিজটিতে ৭৫০ বস্তাা সার বোঝাই একটি ট্রাক উঠলে ব্রিজটির ৫টি অংশের মধ্যে ১টি অংশ ভেঙে পড়ে। ফলে যানবাহনসহ জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ অধিদফতর এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। স্বল্প সময়ে লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগ থেকে ১০০ ফিট বেইলি ব্রিজ সংগ্রহ করে প্রতিস্থাপনের কাজ শুরু করে। ১৪ দিনের মধ্যে দিনাজপুর-পার্বতীপুর রুটে পুনরায় যোগাযোগের জন্য সোমবার বিকেল ৩টায় দিনাজপুর সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাসুম সারোয়ার ব্রিজটি উদ্বোধন করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।

এ সময় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী, চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম হারিজ, সড়ক ও জনপথ অধিদফতরের উপবিভাগীয় প্রকৌশলী মো. কামরুল হাসান সরকার, প্রমুখ উপস্থিতি ছিলেন।

নির্বাহী প্রকৌশলী মাসুম সারোয়ার জানান, বেইলি ব্রিজগুলোর ধারণ ক্ষমতা ৫ টন। কিন্তু সুষ্ঠুভাবে তদারকি না হওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এই ধরণের ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে সে কারণে অত্র উপজেলার নির্বাহী অফিসার, থানার ওসি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে।

উপ-বিভাগীয় প্রকৌশলী মো. কামরুল হাসান সরকার জানান, গত ১৯ ডিসেম্বর কাঁকড়া নদীর উপর বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এই ঘটনার ব্যাপারে তিনি বাদী হয়ে চিরিরবন্দর থানায় ট্রাক মালিকসহ দুইজনকে আসামি করে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।