নরসিংদীর দুই জুট মিলে চলছে শ্রমিক ধর্মঘট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১১:৫১ এএম, ০২ জানুয়ারি ২০১৮

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ও নন-সিবিএ পরিষদের ডাকে নরসিংদীর ইউএমসি জুট মিল ও ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলে চলছে ২৪ ঘণ্টার শ্রমিক ধর্মঘট।

এতে করে মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত ওই দু’টি জুট মিলে উৎপাদন বন্ধ থাকবে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ পরিষদ ঢাকা অঞ্চলের আহ্বায়ক ও ইউএমসি জুট মিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান ও বাংলাদেশ জুট মিলসের সিবিএ সভাপতি ইউসুফ সর্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ইতোপূর্বে বহুবার নানা কর্মসূচির মাধ্যমে সরকারকে দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি মজুরি কমিশনসহ ১১ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হলেও অজ্ঞাত কারণে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই তারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন।

অচিরেই শ্রমিকদের ন্যায্য দাবি মজুরি কমিশনসহ ১১ দফা দাবি মেনে নেয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে বলেও জানান তারা।

সঞ্জিত সাহা/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।