কুয়াশা : দেয়ালে মোটর সাইকেলের ধাক্কা, নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১২:২২ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

নরসিংদীর মেঘনা বাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। রোববার ভোরে নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার সীমান্তবর্তী মেঘনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বঙ্গাচরের পুরানচর এলাকার ইউপি সদস্য এমদাদ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫), ঘোড়াশালের উত্তর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল (২৪) ও ঘোড়াশালের উত্তর গ্রামের অশোক দত্ত (২৫)। নিহতরা এস ডি স্যাটেলাইটে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের গোপালদীতে এস ডি স্যাটেলাইটে কাজ শেষে রাতে ৩ জন মটরসাইকেলযোগে নরসিংদীর ঘোড়াশালে আসছিলেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার ও নরসিংদীর সীমান্তবর্তী মেঘনা বাজার এলাকায় পৌঁছালে প্রচণ্ড কুয়াশার মধ্যে রাস্তার পাশে একটি দেয়ালে ধাক্কা খায়। এতে মটোরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ও এর আরোহীরা পার্শ্ববর্তী কলাখেতে গিয়ে পড়েন।

পরে সকালে গ্রামবাসী তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহতদের মরদেহ বঙ্গাচর ফাঁড়িতে রাখা হয়েছে।

সঞ্জিত সাহা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।