বগুড়ায় বাসচাপায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় জুয়েল মিয়া (২০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটিকে আটক করেছে।

নিহত জুয়েল উপজেলার মাঝিড়া বন্দরের মেসার্স জুয়েল রেশন স্টোরের স্বত্বাধিকারী ও ডোমনপুকুর নতুনপাড়ার হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় ঢাকাগামী শাহ ফতেহ আলী নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৫৬৫) তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ চালক জুয়েল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি নিচে চাপা পড়া মোটরসাইকেল নিয়ে চলতে থাকে। প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর মাঝিড়া বন্দরের লোকজন ধাওয়া করে বাসটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি থানায় আটক রয়েছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।