মধুপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১১:৪০ এএম, ৩০ জানুয়ারি ২০১৮

টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী এলাকায় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বিভিন্ন স্কুল-কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ২০ আহত হয়। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে মধুপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ধনবাড়ী ও মধুপুর সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।