জনসভা শুরু, প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০১:৫২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা শুরু হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

সভা পরিচালনা করছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

সভার শুরুতেই বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু।

এরপর একে একে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান খান ও নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ প্রমুখ।

সভায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। সভায় দুপুর ২টার পর প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা। এরই মধ্যে জনসভাস্থল মাদরাসা মাঠ ছাপিয়ে জনতার ঢল পাশের পদ্মাপাড়ে গড়িয়েছে। পুরো এলাকা লোকে লোকারণ্য। পুরো এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে ভাষণ।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।