কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
ছবি-ফাইল

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মো. খালেক (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত মো. খালেক নওঁগার পোরশা থানার বাজলাপুকুর গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে। তিনি মাদক মামলার আসামি ছিলেন।

কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, শনিবার সকালে হাজতি খালেক হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে কারা হাসপাতালে ও পরে তাকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঢাকার শাহ আলী থানার একটি মাদক মামলায় গত বছরের ২৫ জুলাই খালেক গ্রেফতার হয়ে কারাগারে আসেন। এ বছরের ১৫ জানুয়ারি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগার পার্ট-১ এ আনা হয়।

মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।