ওবায়দুল কাদেরের মায়ের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

হাজারো মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে জানাজার পর ৯২ বছর বয়সী বেগম ফজিলাতুন্নেসাকে দাফন করা হয়।

এর আগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত পৌনে ১১টায় তার মৃত্যুর হয়। মঙ্গলবার ভোরে সড়ক পথে মরদেহ গ্রামের বাড়ি আনা হয়।

বিকেলে জানাজায় ওবায়দুল কাদের ও তার পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান প্রমুখ।

jagonews24

দাফন শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী বৃহস্পতিবার বাদ জোহর বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে তার মায়ের কুলখানিতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।