আপনাদের মুখ আয়নায় ভালো করে দেখেন : নৌপরিবহন মন্ত্রী
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন, আমরা আয়না দেখে এসেছি। আমাদের নীতি ও দল একটাই। আপনারা আপনাদের মুখ আয়নায় ভালো করে দেখেন। আপনাদের দলে অনেক বহুরুপীর ভিড়। তারা বারবার দল পাল্টায়।
শুক্রবার বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন জিএমডিএসএস এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম স্থাপন প্রকল্পের আওতায় নিঝুমদ্বীপে ২.৪৭ একর জমির উপর ৭.১৬ কোটি টাকা ব্যয়ে লাইটহাউজ ও কোস্টাল রেডিও স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, পৌর মেয়র একেএম ইউছুপ আলী প্রমুখ।
মিজানুর রহমান/এমএএস/পিআর