চাটমোহরে সন্ন্যাসীকে শ্বাসরোধ করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৬ মার্চ ২০১৮

পাবনার চাটমোহরে ভারতী নাথ ভট্টাচার্য্য (৭০) ওরফে হারা সাধু নামে এক হিন্দু সন্ন্যাসীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত পার্বতী নাথ ভট্টাচার্যের ছেলে। এসময় দুর্বৃত্তরা দুটি ঘরের আলমারির তালা ভেঙে জামা-কাপড় তছনছ করে রেখে যায়।

ভারতী নাথ চিরকুমার ছিলেন এবং তিনি কবিরাজী পেশার সঙ্গেও জড়িত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। হত্যার কারণ জানতে তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনার পর পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) শামীমা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, চাটমোহর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত ভারতী নাথের ভাতিজা চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক পিনাক রঞ্জন ভট্টাচার্য্য জানান, সকাল ৯টার দিকে তিনি ও তার স্ত্রী কলেজের উদ্দেশ্যে বের হয়ে যান। পরে দুপুর ১টার দিকে খবর পেয়ে বাড়িতে ফিরে বাড়ির সামনের দরজা বন্ধ পেয়ে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেই কাকার (ভারতী নাথ ভট্টাচার্য্য) কোনো সাড়াশব্দ না পেয়ে তার শোবার ঘরে গিয়ে হাত-পা বাঁধা এবং গলায় গামছা পেঁচানো নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

তিনি আরও জানান, ’কাকা বিনা পয়সায় মানুষকে কবিরাজী চিকিৎসা দিতেন। তার কোনো শত্রু ছিল না। কাকাকে হত্যা করে দুটি ঘরের আসবাবপত্র তছনছ করে দুর্বৃত্তরা এবং আলামারির তালা ভেঙে বেশ কিছু সোনার গহনা ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবীব বলেন, নিহত ভারতী ভট্টাচার্য্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।

এদিকে পাবনার বেড়ায় মঙ্গলবার দুপুরে বস্তাবন্দী অবস্থায় স্বপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার তারাপুর গ্রামের মালেক মিয়ার ছেলে। তার গলা কাটা অবস্থায় ছিল।

বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ একটি গম ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে। তাকে সোমবার রাতে ধারাল কিছু দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ জানা যায়নি বলে তিনি জানান।

একে জামান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।