দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১১:২৪ এএম, ০৯ মার্চ ২০১৮

ঈশ্বরদী-নাটোর মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তুলাভর্তি একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।

এছাড়া পাথর বোঝাই অপর ট্রাকের চালক ও হেলপার ইমরান হোসেন সোহান (২৮) ও আসলাম হোসেনকে (২৭) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি কুষ্টিয়ার মেহেরপুরে। তুলা বোঝাই ট্রাকের হেলপারকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ৬টায় দাশুড়িয়ার সরইকান্দি এলাকায় মহাসড়কে এ সংঘর্ষ হয়। ঈশ্বরদী দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন।

পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রাজিবুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।