নর্থ বেঙ্গল পেপার মিল চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে : ভূমিমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৯ মার্চ ২০১৮

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, নর্থ বেঙ্গল পেপার মিল বিএনপি-জামায়াত সরকার চক্রান্ত করে বন্ধ করে দিয়েছিল। জনকল্যাণে পুনরায় কর্মসংস্থান সৃজনে নতুন করে পেপার মিলটি চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে।

শুক্রবার দুপুরে ঈশ্বরদী উপজেলার পাকশীতে নর্থ বেঙ্গল পেপার মিল হাই স্কুল মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। ইউনেস্কো জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদেরকে গর্বিত করেছে।

তিনি বলেন, বাংলাদেশের মতো সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নেই। প্রতিটি শিশুর জন্য শিক্ষার সুন্দর ও নির্মল পরিবেশ গড়ে দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা মানে প্রত্যেকের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। জাতির পিতা বঙ্গবন্ধু বলতেন আল্লাহর দেয়া এই পাঁচটি নিয়ামত প্রতিটি নাগরিকের জন্য নিশ্চিত করাটাই হবে আমাদের কাজ।

ছাত্রছাত্রীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা উন্নত বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রথমে ছাত্রছাত্রীদের নিজের জীবন সুন্দরভাবে গড়তে হবে।

নর্থ বেঙ্গল পেপার মিলস লি. পাকশী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি যীশু বিকাশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঈশ্বরদীর উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, ঈশ্বরদী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বশির আহমেদ বকুল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রশিদুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ বক্তব্য দেন।

আলাউদ্দিন আহমে/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।