মেঘনা নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদী থেকে আমজাদ আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে আশুগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। গত দুইদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
নিহত আমজাদ আশুগঞ্জ উপজেলার পূর্ববাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার চিলিপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত থেকে আমজাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সবজায় খোঁজ করেও তার কোনো সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার তার ছেলে খোকন মিয়া আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে শুক্রবার সকালে মেঘনা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মেজবাহ্ আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস