টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করেছেন আইনজীবীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১০ এপ্রিল ২০১৮

টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপম কুমার দাসের আদালত স্থায়ীভাবে বর্জন করেছেন আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে জেলা অ্যাডভোকেট বার সমিতির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামস উদ্দিন বলেন, সখীপুর থানা আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপম কুমার দাস রীতিমতো আইনজীবীদের সঙ্গে অশালীন ও জেলা বার সমিতির প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে আসছেন।

এর প্রতিবাদে সোমবার অস্থায়ীভাবে আদালত বর্জন করেন আইনজীবীরা। এ সত্ত্বেও তিনি পুলিশি পাহারায় মঙ্গলবার দুপুরে আদালতে বসেন।

এতে ক্ষুব্ধ হয়ে ওঠে আইনজীবীরা। আইনজীবীদের সঙ্গে অশালীন ও জেলা বার সমিতির প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সখীপুর থানা আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপম কুমার দাসের আদালত স্থায়ীভাবে বর্জনের জন্য জেলা বার সমিতির বর্ধিত সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।