বাড়ির পাশে খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
ছবি-প্রতীকী
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বড় বাকাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- বড় বাকাইল গ্রামের মফিজ মিয়ার মেয়ে মধু আক্তার (৭) ও গোলাপ মিয়ার মেয়ে ইতি বেগম (৬)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে মধু ও ইতি বাড়ির পাশে খেলা করার জন্য ঘর থেকে বের হয়। এরপর থেকে তাদের দুজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেল ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে তাদের দেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জাগো নিউজকে বলেন, দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি