নবীনগরে ঝড়ে গাছচাপায় বৃদ্ধ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় আলী আকবর (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকবর ওই গ্রামের দক্ষিণপাড়া মহল্লার মৃত শরফত আলীর ছেলে।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বিকেলে কালবৈশাখী ঝড়ের সময় স্থানীয় একটি বিল থেকে ওই বৃদ্ধ বড়িকান্দি গ্রামে তার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি গাছ তার উপর পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি