হাবিপ্রবির ২০ ছাত্রী ফুড পয়জনিংয়ে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২১ এপ্রিল ২০১৮

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইভি রহমান হলের কমপক্ষে ২০ জন ছাত্রী ফুড পয়জনিং এ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতের খাবার খেয়ে তারা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে পড়ে। শুক্রবার সকাল পর্যন্ত বিষয়টি নিয়ন্ত্রণে থাকলেও দুপুরের পর সাত জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে দিনাজপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নাজিয়া আনজু (২৫), রুকসানা (২৪), বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে লুবানা (২১) ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে রেখা রায়, রতি মন্ডল, রুনা খাতুন ও তাহমিনা আক্তারকে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে রয়েছে।

এ ব্যাপরে জানতে চাইলে হল সুপার ড. গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ডাল, মুরগির মাংস, সবজি ও ভাত দেয়া হয়েছিল। কীভাবে এ ঘটনাটি ঘটলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এমদাদুল হক মিলন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।