ফুলবাড়ীতে ট্রাকচাপায় প্রকৌশলী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

দিনাজপুরের ফুলবাড়ী-মাদিলা সড়কে বালুবাহী ট্রাকের চাপায় মো. মানিক (২৮) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুর মডেল প্রাইমারি স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক পাবনার সাথিয়া থানার বাহাদুর হাট গ্রামের বাসিন্দা। তিনি মোবাইল টাওয়ারের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিক ফুলবাড়ী-মাদিলা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথে সুজাপুর মডেল প্রাইমারি স্কুল মোড়ে বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার এসআই নজরুল ইসলাম জানান, মানিকের ব্যবহৃত মুঠোফেনের সূত্র ধরে জানা গেছে- মোবাইল টাওয়ার মেরামতের জন্য তিনি গন্তব্যস্থলে যাওয়ার পথে এ দুর্ঘনা ঘটেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।