তারেককে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে চলছে আলোচনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৬ মে ২০১৮

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এখন অনেকেই দেশে আইনের শাসন নেই বলে চেঁচামেচি করেন। কিন্তু যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ইনডেমনিটির মাধ্যমে হত্যার বিচার করা যাবে না, এমন আইন করলো তখন আইনের শাসন কোথায় ছিল?

তিনি বলেন, যখন জাতীয় চার নেতাকে হত্যার পর বিচার বন্ধ করা হলো তখন আইনের শাসন কোথায় ছিল এবং আপনারা তখন কথা বলেননি কেন?। মানবতাবিরোধীদের বিচার করে শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। এরই ধারাবাহিকতায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে।

রোববার দুপুরে পাবনা জেলা জজ আদালত চত্বরে গণপূর্ত বিভাগের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

pabna

এর আগে আইনমন্ত্রী ২০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

আইনমন্ত্রী বলেন, জাতির জনক একটি সুন্দর সংবিধান দিয়ে গেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান নিয়ে অনেক ফুটবল খেলা হয়েছে, অনেক রঙ বদলানো হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে এনেছেন।

পাবনার জেলা ও দায়রা জজ মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসন-৬ এর এমপি সেলিনা বেগম স্বপ্না, আইন, বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম হাসনাইন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবীব হাসান প্রমুখ।

একে জামান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।