গাজীপুরে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১০ মে ২০১৮

গাজীপুরে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বসুধা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে পাঠানো র‌্যাবে-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি থানার চর বেলকুটি পূর্বপাড়া এলাকার লাল মিয়া সর্দারের ছেলে মো. সোহেল রানা (৩০), শরীয়তপুরের সখিপুর থানার মাতবরকান্দি গ্রামের শুকুর ব্যাপারী ছেলে আহাম্মদ আলী (২৮), মানিকগঞ্জের হরিরামপুর থানার গোপিনাথপুর উজারপাড়া গ্রামের আ. মালেকের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৬) ও ঢাকা মিরপুরের রুপনগর এলাকার সনু মিয়ার ছেলে মো. জহিরুল ইসলাম (৩৮)।

র‌্যাব জানায়, বসুধা এলাকায় গাজীপুর-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি সন্দেহজনক প্রাইভেটকারকে থামার সংকেত দিলে প্রাইভেটকারটি সংকেত অমান্য করে চলে যায়। পরে র‌্যাবের টহল দলটি প্রাইভেটকারটির গতিরোধ করে সোহেল রানা, আহাম্মদ আলী, মো. শহিদুল ইসলাম ও মো. জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে প্রাইভেটকার থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত পাইপ গান, ৩ রাউন্ড কার্তুজ, ৩টি সিগন্যাল লাইট, ডিবি জ্যাকেট, ৭টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৮টি চেক বই এবং ছিনতাইকৃত নগদ ৫ হাজার ৫৮০ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা রাস্তায় তাদের পুরাতন প্রাইভেটকার নিয়ে চলাচল করত এবং যাত্রীবিহীন নতুন কোনো প্রাইভেটকার দেখলে সেটিকে টার্গেট করত। পরে গাড়ি থামিয়ে কথা বলতে বলতে তর্ক জড়িয়ে যেত। এ সুযোগে চক্রের অপর সদস্যরা নতুন প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যেত। এছাড়া তারা ডিবি পরিচয়ে মাঝে মাঝে নির্জন রাস্তায় চেক পোস্ট স্থাপন করত।

মো. আমিনুল ইসলাম/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।