‘গাজীপুরের জনগণ ভোট ডাকাতদের মাটির সঙ্গে মিশিয়ে দেবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৭ মে ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, ভোট কেন্দ্র রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। প্রতিটি কেন্দ্রে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। আমাদের কর্মীরা জীবন দিয়ে হলেও ব্যালট পেপার রক্ষায় বদ্ধ পরিকর। নির্বাচন কমিশন গাজীপুরে খুলনা মডেলের নির্বাচন করতে চাইলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ওই দিনই এই সরকারের ভাগ্য নির্ধারণ হবে। ২৬ জুন ভোট ডাকাতি হলে গাজীপুরের জনগণ ভোট ডাকাতদের মাটির সাথে মিশিয়ে দেবে।

বৃহস্পতিবার সকালে নির্বাচন পরিচালনা কমিটির সভা শেষে হাসান উদ্দিন সরকার সাংবাদিকদের এসব কথা বলেন।

হাসান সরকার বলেন, গাজীপুর থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। আবার ৪৮ বছর পর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষা এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গাজীপুর থেকেই সূচিত হবে।

এর আগে হাসান উদ্দিন সরকারের বাস ভবনে নির্বাচন পরিচালনা কমিটির সভায় খুলনা ভোটের চুলচেরা বিশ্লেষণ হয় এবং গাজীপুরে ২০ দলের কেন্দ্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সম্ভাব্য দিক নিয়ে আলোচনা হয়। সভা শেষে হাসান উদ্দিন সরকার গাজীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে যান। এ সময় তার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন সরকার, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শিল্পপতি সোহরাব উদ্দিন, গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার, টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, গাজীপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বসির আহমেদ বাচ্চু, জেলা হেফাজতে ইসলামের যুগ্ন সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, টঙ্গী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল শিকদার বসু প্রমুখ।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।