অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন, স্বামী-শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৭ মে ২০১৮

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যৌতুকের দাবিতে মুন্নি খাতুন নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে তার স্বামী জসিম উদ্দিন ও শ্বশুর ইসরাঈল প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর-ভাঙ্গুড়া গ্রামের ওয়াপদা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৭ মাস পূর্বে ভাঙ্গুড়া উপজেলার চর-ভাঙ্গুড়া গ্রামের আমজাদ প্রামাণিকের মেয়ে মুন্নির সঙ্গে একই গ্রামের ইসরাঈল প্রামাণিকের ছেলে জসিম উদ্দিনের বিয়ে হয়। বিয়ের সময় ধার্যকৃত যৌতুকের এক লাখ টাকা মুন্নির বাবা যথাসময়ে পরিশোধ করতে ব্যর্থ হলে বিয়ের দুই মাস পর থেকেই মুন্নির ওপর শুরু হয় শারীরিক নির্যাতন।

একপর্যায়ে গত ১৪ মে মুন্নিকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করে মারাত্মকভাবে জখম করে। এসময় মুন্নির চাচা জয়নাল প্রামাণিক বাধা দিতে গেলে তাকেও তারা মারধর করে আহত করে। পরে এলাকাবাসী মুন্নি ও তার চাচাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই দিন মুন্নির বাবা আমজাদ প্রামাণিক বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

একে জামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।