রাজবাড়ীতে ফার্মেসিকে জরিমানা ও ওষুধ ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৩ মে ২০১৮

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে অভিযান চালিয়ে প্রীতি ফার্মেসি থেকে বিপুল পরিমান অনুমোদনহীন ও কোড বিহীন ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত ওষুধ পুড়িয়ে ধ্বংস করাসহ অনুমোদনহীন ও কোড বিহীন ওষুধ ক্রয়-বিক্রয় দায়ে প্রীতি ফার্মেসিকের মালিক প্রনয় লাহিড়ীর কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা, সহকারী কমিশনার (ভূমি) তায়েব-উর রহমান আশিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফারুক হোসেন, ফরিদপুর অঞ্চলের ঔষধ তত্বাবধায়ক (ড্রাগ সুপার) সুলতানা রিফাত ফেরদৌস, থানা পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের সহযোগিতায় এ অভিযান চালানো হয়েছে।

jagonews24

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা জানান, প্রীতি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমান কোর্ড বিহীন ওষুধ পাওয়া যায় এবং যা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে বালিয়াকান্দি বাজারের প্রীতি ফার্মেসি বিভিন্ন কোম্পানির অনুমোদনহীন ওষুধ এবং কোড বিহীন ওষুধ ক্রয়-বিক্রয় বন্ধ না করলে পুনরায় অভিযান পরিচালনা করা হবে বলে সর্তক করা হয়েছে। এ অপরাধে ফার্মেসির মালিক প্রনয় লাহিড়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রুবেলুর রহমান/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।