রাজবাড়ীতে ১৫ মাদকসেবীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ৩০ মে ২০১৮
ছবি-ফাইল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানে অাটক ১৫ মাদকসেবীর প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ অাদালত।

বুধবার দুপুরে পোড়াভিটা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল সাদীদের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫ মাদকসেবীকে অাটকসহ বেশ কিছু মাদক ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার মনিরুল ব্যাপারী, ইউনুস শেখ, কাশেম ফকির, রনি শেখ, জামাল মোল্লা, রেজাউল সিকদার ও বিউটি আক্তার, পাংশা উপজেলার জাহিদ, কালুখালী উপজেলার আনিসুর রহমান, বালিয়াকান্দি উপজেলার মহিত সাগর, সদর উপজেলার ওসমান, মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিজয় কুন্ডু, ভবদিশ এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা তুষার।

অভিযানে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার রেজাউল করিম ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি মীর্জা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।