ঈদযাত্রায় গাজীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১৪ জুন ২০১৮
ফাইল ছবি

গাজীপুরে টেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জামালপুরগামী কমিউটার ট্রেন থেকে নিচে পড়ে ঘটনাস্থালেই তাদের মৃত্যু হয়।

জয়দেবপুর রেল জংশন পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে বসে দুই যাত্রী ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের ধীরাশ্রম স্টেশনের আউট সিগনালে এসে পৌঁছালে হঠাৎ ছাদ থেকে তারা নিচে পড়ে যান। এতে ট্রেনে কাটা পরে দুজনই ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, তাদের পরনে ছিল প্যান্ট-শার্ট। বয়স আনুমানিক ২৫-৩০ এর মধ্যে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।