জাহাঙ্গীরের আঙিনায় আ.লীগ নেতাদের মিলন মেলা
ঈদ পূর্ণমিলনী উপলক্ষে মহাজোট, গাজীপুর মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাদের মিলন মেলা বসেছিল গাজীপুরে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ছয়দানা এলাকার বাসভবনে রোববার দুপুরে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল এবং মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
জানা গেছে, মহানগর আওয়ামী লীগের সকল নেতাসহ, বাসন, সালনা, চৌরাস্তা, বোর্ড বাজার থানা আওয়ামী লীগের নেতারা এবং এ সব থানায় অবস্থিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবরা এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে মিলিত হন।
প্রার্থীর বাসভবনের উঠানে এই পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন মহি এবং সহ-দফতর সম্পাদক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আগামী ২৬ জুন পর্যন্ত গাজীপুর জেলা, মহানগর, থানা, ওয়ার্ডের সকল নেতাকে নৌকার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।
সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল বলেন, আপনাদের কাজের মাধ্যমে ইতোমধ্যেই নৌকা মার্কা অনেক এগিয়ে আছে। কিন্তু তারপরও আগামী কয়েকদিন বসে না থেকে নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোট চান।
মেয়র প্রার্থী জাহাঙ্গীর বলেন, আমি আপনাদের করজোড়ে অনুরোধ করি আগামী কয়েকটি দিন নৌকার জন্য ভোট চান। নৌকা বঙ্গবন্ধুর মার্কা জননেত্রী শেখ হাসিনার মার্কা। আপনার আমার সকলের মার্কা। আপনারা প্রত্যেকেই একেক জন জাহাঙ্গীর হয়ে ভোটারের কাছে ভোট চান।
এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি আ. সাত্তার মিয়া, আওয়ামী লীগ নেতা মো. শফিকুল ইসলাম বাবুল, আতাউল্লাহ মন্ডল, মো. আমজাদ হোসেন বাবুল, অধ্যক্ষ বিল্লাল হোসেন, মো. শহিদুল্লাহ, এসএম মোকসেদ আলম, আব্দুর রউফ, আব্দুল কাদের মন্ডল, আব্দুল মজিদ বিএসসি, মো. মহিউদ্দিন মহি, রিয়াজ মাহমুদ আয়নাল, মো. মাজহারুল ইসলাম, সুমন আহম্মেদ শান্ত বাবু প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।
আমিনুল ইসলাম/এফএ/পিআর