নরসিংদীতে ট্রেন দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২০ জুন ২০১৮
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় পৃথক স্থানে ট্রেনে কাঁটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মেথিকান্দা ও আমীরগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার বাদুয়ারচরের এমদাদুল হক (৩৫) ও অজ্ঞাত নারী (২৫)।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে এমদাদুল হক নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আমিরগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

সঞ্জিত সাহা/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।