শ্রীপুরে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১২:১২ পিএম, ২৪ জুন ২০১৮

গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে ঝুমা আক্তার আহ্লাদী (২০) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারীর স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি পলাতক রয়েছেন।

নিহত ঝুমা আক্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার কুমারুলী এলাকার শামীম আহমেদের স্ত্রী।

জানা গেছে, ঝুমা ও তার স্বামী মুলাইদ এলাকার মো. আনিসুর রহমানের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী একই এলাকার আনোয়ারা স্পিনিং মিলে চাকরি করতেন।

শ্রীপুর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান জানান, ঈদের ছুটির পর শনিবার স্বামী-স্ত্রী গ্রামের বাড়ি থেকে ভাড়া বাসায় ফেরেন। বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ হলে রাতে স্ত্রীকে হত্যার পর স্বামী বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে পালিয়ে যায়।

সকালে প্রতিবেশীরা দরজা খুলে ঘরের ভেতর মরদেহ দেখতে পেয়ে বাড়ির মালিক ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।