গাজীপুরে পানির ট্যাংকে নেমে সহোদরসহ তিনজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৯ জুলাই ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাইশ এলাকায় নির্মণাধীন একটি ভবনের ট্যাংকে নেমে দুই সহোদরসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুই ভাই আতিক (২৫) ও শাহিন (২৮) এবং অপরজন ফারুক (২২)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় এ বিএম বশিরুল ইসলাম বশির জানান, সাতাইশ এলাকায় একটি ভবনের নির্মাণ কাজ চলছে। দুপুর ১২টার দিকে ভবনের পানির ট্যাংক খুলে সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলতে ট্যাংকে নামে আতিক ও ফারুক। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের অন্য শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে ভাইকে উদ্ধার করতে শাহিনও ট্যাংকে নামে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এক পর্যায়ে ওই তিন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন তিনজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।