ফরিদপুরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১২ জুলাই ২০১৮

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্বামীকে হত্যার অভিযোগে রানী বেগম (৩২) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার রানী বেগম ফরিদপুরের সালথা উপজেলার উথলি গ্রামের মোমরেজ কাজীর মেয়ে।

পুলিশ জানায়, বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের দল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার মিরপুর ১১ নং সেক্টরের এক আত্মীয়ের বাসা থেকে রানী বেগমকে গ্রেফতার করে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতার রানী বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আগামী রোববার তার রিমান্ড চাওয়া হবে।

প্রসঙ্গত, গত ৮ জুন বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরায় পারটেক্স জুট মিলের কোয়ার্টারে স্বামী মোতালেব ফকিরকে হত্যা করে জানালার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান দ্বিতীয় স্ত্রী রানী বেগম। এ ঘটনায় মোতালেব ফকিরের প্রথম পক্ষের ছেলে আতিয়ার ফকির বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মোতালেব ফকির বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের মৃত ইয়াছিন ফকিরের ছেলে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।