খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি
খুলনা-যশোর মহাসড়কের যোগীপোল এলাকায় বাসচাপায় বৃদ্ধ সোনাবড় (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নগরীর খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর থেকে খুলনাগামী একটি বাস সোনাবড়কে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে বলেও জানান তিনি।
আলমগীর হান্নান/এআরএ/আরআইপি