গাজীপুরে পুড়েছে ৪ ঝুট গুদাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৫ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

গাজীপুর সিটি কর্পোরেশনের দেউলিয়াবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ৪টি ঝুটের গুদাম ও মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাশিমপুরস্থ ডিবিএল মিনি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিরাজুল ইসলাম এবং স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার ফারুক হোসেনের ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা আফতাব উদ্দিন, কুদ্দুস ও দুলালের গুদামে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ডিবিএল ফায়ার স্টেশনের একটি এবং কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

আগুনে গুদাম, গুদামে থাকা ঝুট ও পলিথিন পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।