সিলেটে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


প্রকাশিত: ০৮:১৫ এএম, ০৮ অক্টোবর ২০১৪

সিলেটের দক্ষিণ সুরমার সাত মাইল এলাকায় সুরমা এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্রণী ব্যাংক কর্মকর্তা, তার স্ত্রী ও সন্তানসহ চারজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- অগ্রণী ব্যাংক ঢাকার প্রিন্সিপাল শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নুরুল অফসা (৪৫), তার স্ত্রী (নাম পাওয়া যায়নি), মেয়ে মুন্তাহিনা (২০) ও গাড়িচালক পলাশ।

সিলেট অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা মঈনউদ্দিন নোমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দু’জন এবং পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জাদান আল মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।