তাড়াইলে উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

আগামী ৩ অক্টোবর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।

রোববার বিকেলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চারজন প্রার্থী রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিলসহ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন-তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অজিজুল হক ভূঁইয়া মোতাহার। পরে বিএনপি প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মো. সাইদুজ্জামান মোস্তফা মনোনয়নপত্র দাখিল করেন। প্রধান দুই দলের প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ কে এস জামান সম্রাট ও মো. মাহবুবুল হাসান রনি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

Pic

এর আগে গত ২ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামীকাল মনোয়নপত্র বাছাই এবং ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। গত ১৮ জুলাই ওই উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ভূঁইয়ার মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন জানান, তাড়াইল উপজেলার ১ লাখ ২১ হাজার ৪২৭ জন ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

নূর মোহাম্মদ/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।