কালিহাতীতে ১৪২ বস্তা সরকারি চাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী এলাকা থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিরর ১৪২ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার দুটি দোকান থেকে এ চাল জব্দ করা হয়।

কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রুস্তমপুর বাজারের দুটি দোকানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের ব্যবসায়ী লাবু মিয়া ও শাহজাহানের দোকান থেকে ১৪২ বস্তা চাল জব্দ করে থানায় আনা হয়েছে। চাল জব্দের পর থেকে দোকান মালিক পলাতক রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন। যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।