দুই মণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

টাঙ্গাইলে ৮৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সকালে টাঙ্গাইল কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো.মামুন মিয়া, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার রাজাপুর বাকরি বাজার এলাকার আব্দুল আজিজের ছেলে মো. রিয়াদ ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের মো. বাদশা মিঞায় ছেলে মো.রুবেল হোসেন।

ব্রিফিংয়ে মেজর মো. রবিউল ইসলাম জানান, রোববার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ বাইপাসে র‌্যাবের নিয়মিত চেকপোস্টে একটি প্রাইভেট কারকে থামার নির্দেশ দিলে তা উপেক্ষা করে দ্রুত বেগে চলে যায়। এ সময় মহাসড়কে যানবাহন কম থাকার কারণে র‌্যাব সদস্যরা ওই মুহূর্তে প্রাইভেট কারটিকে ধরতে ব্যর্থ হয়। এ সময় মোবাইল ট্রাকিংয়ের কৌশল অবলম্বন করে কালীহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাঁশজানা জামে মসজিদের সামনে পালিয়ে যাওয়া ওই প্রাইভেটকারে বহনকৃত ৮৮ কেজি গাঁজা, ৫টি মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব কমান্ডার আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীরা জানিয়েছেন কুমিল্লার বর্ডারের মাধ্যমে ঢাকায় এনে প্রাইভেটকারে বহনকৃত ওই গাঁজাগুলো নাটোরে নেয়া হচ্ছিল।

আরিফ উর রহমান টগর/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।