ট্রাক-মাহেন্দ্রের সংঘর্ষে প্রধান শিক্ষকসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১১ অক্টোবর ২০১৮

ফরিদপুরে সদর উপজেলার গঙ্গাবর্দী কৃষি কলেজের সামনে ট্রাক-মাহেন্দ্রের সংঘর্ষে প্রধান শিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও নয় জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামে মনিরুল ইসলাম পাটোয়ারীর ছেলে সুজন পাটোয়ারী (২২)। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। অপরজন কানাইপুরের উলুকান্দা গ্রামের শাহ জালাল মাতুব্বরের ছেলে ও রাইকালী হাজী বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম (৪৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা মাগুরাগামী একটি ট্রাক জেলা সদরের গঙ্গাবর্দী কৃষি কলেজের সামনে আসার পর চাকা ফেটে যায়। ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদপুরগামী একটি মাহেন্দ্রকে চাপা দেয়। এতে মাহেন্দ্রের দুই যাত্রী নিহতসহ নয় জন আহত হন।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) মো. নিজামুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুজন পাটোয়ারী নিহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল ইসলাম মারা যান।

দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

বি কে সিকদার সজল/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।