অধ্যক্ষকে পিটিয়ে অবরুদ্ধ করায় ৪ শিক্ষক আটক
অধ্যক্ষকে পিটিয়ে আহত করে অবরুদ্ধ রাখার অভিযোগে যাশোরের অভয়নগর উপজেলার মহাকাল স্কুল অ্যান্ড কলেজের চার শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে কলেজ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- মহাকাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক (ইতিহাস) মো. ইউনুস আলী মোল্লা, প্রভাষক (কৃষি শিক্ষা) অসীম কুমার বিশ্বাস, প্রভাষক (আইসিটি) চিন্ময় মজুমদার ও প্রদর্শক (সাচিবিক বিদ্যা) চিত্তরঞ্জন মজুমদার।
কলেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানের চার শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছিলেন অধ্যক্ষ হিতেন্দ্রনাথ বোস। সাময়িক বরখাস্তকৃত চার শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করতে চাইলে অধ্যক্ষ তাতে বাধা দেন। এরপর শনিবার সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানের শিক্ষকরা একত্রিত হয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ ও পিটিয়ে আহত করে নিজ কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভয়নগর থানা পুলিশে খবর দেয়া হয়।
এ সময় প্রতিষ্ঠান থেকে চার শিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অধ্যক্ষকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিৎিসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিক্ষকদের অভিযোগ, কলেজ অধ্যক্ষ হিতেন্দ্রনাথ বোস গভর্নিং বডির সাথে আঁতাত করে নিজের ইচ্ছামতো প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বিনা কারণে দুর্ব্যবহার করেন।
অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অধ্যক্ষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চার শিক্ষককে আটকসহ দুটি তালা উদ্ধার করেছে।
মিলন রহমান/আরএআর/জেআইএম