কুয়াকাটায় দুই হোটেলসহ তিন প্রতিষ্ঠানে আগুন
পটুয়াখালী জেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অগ্নিকাণ্ডে আবাসিক হোটেল রিয়াজ ও পানকৌড়িসহ তিনটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেল রিয়াজের একটি কক্ষ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত পাশের পানকৌড়ি হোটেল ও একটি মুদি দোকানে ছড়িয়ে পড়লে মাত্র ৩০ মিনিটেই তিনটি প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। পুলিশ ও স্থানীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রতিষ্ঠানগুলো পুড়ে যায়।
রিয়াজ হোটেলের মালিক আব্দুর রাজ্জাক খান জানান, রিয়াজ ও পানকৌড়ি হোটেল দুটিতে প্রায় ৬০টি কক্ষ ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় সব পুড়ে গেছে। তার দাবি এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কুয়াকাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল জানান, হোটেল দু’টি টিনসেড হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে হোটেলে লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
সাইফ আমীন/বিএ