প্রার্থিতা ফিরে পেলেন আখতারুজ্জামান রঞ্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৮

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন।

বৃহস্পতিবার সকালে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার ঋণ খেলাপির জামিনদার হওয়ায় মেজর অব. এম আখতারুজ্জমানের মনোনয়ণপত্র বাতিল ঘোষণা করেন। পরে ৩ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেন বিএনপির দু’বারের এ সাবেক এমপি।

নূর মোহাম্মদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।