ভৈরবে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভৈরব
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৩ ডিসেম্বর ২০১৮

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ওসমানপুর চৌমুরি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে বিএনপি প্রার্থী শরীফুল আলম ও পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপি প্রার্থী শরীফুল আলমের পথসভা চলাকালে কুলিয়ারচরের ওসমানপুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ উভয় পক্ষকে থামাতে গেলে বিএনপি কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই এহসান আহত হন।

তবে আওয়ামী লীগ কর্মীদের অভিযোগ বিএনপির কর্মীরা বিনা কারণে তাদের ওপর হামলা করে।

বিএনপি প্রার্থী শরীফুল আলম বলেন, আমার দলের পথসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিনা কারণে হামলা করে। পুলিশও আওয়ামী লীগের পক্ষ নিয়ে আমাদের কর্মীদেরকে মারধর করে। এ সময় ইট পাটকেলের আঘাতে আমি নিজেও আহত হই।

আসাদুজ্জামান ফারুক/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।