বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার বিয়ারা গ্রামের ইফনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২) ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কবির।

আহতরা হলেন- ঘাটাইল উপজেলার ঝুনকাইল নয়াপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে মাহিন্দ্র ড্রাইভার শামছুল হক (৫২), বগা গ্রামের রিনা বেগম (৪০), তার স্বামী মনির হোসেন, রতনবরিষ গ্রামের রহিমা বেগম (৪২) ও তার স্বামী জয়নাল আবেদিন।

স্থানীয়দের বরাত দিয়ে ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, পাবনা থেকে ছেড়ে আসা নিউ সোলা পরিবহন ও মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্র উপজেলার পোড়াবাড়ি নামক স্থানে আসলে এ দুর্ঘটনা ঘটে। এতে শ্যামল ও কবির নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।