টাঙ্গাইলে পুলিশের গাড়িতে হামলা, ৪ পুলিশ সদস্য আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়কে গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় তিন কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা বাজারের দক্ষিণ পাশের সড়কে গাছ ফেলে এ হামলা চালানো হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

police

আহত চার পুলিশ সদস্যকে রাত ২টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসা শেষে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী ও কনস্টেবল শফিকুল ইসলামকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

হামলায় আহত সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল চন্দ্র সরকার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। রাত থেকে উপজেলার বড়চওনা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

police

সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, রাত ১২টার দিকে বড়চওনা বাজার থেকে এসআই আইয়ুবের নেতৃত্বে পিকআপভ্যান নিয়ে টহল পুলিশের দলটি বড়চওনা বাজার থেকে আধা কিলোমিটার দক্ষিণে এলে সড়কে গাছ থাকায় গাড়ির গতি কমিয়ে আনা হয়।

এ সময় শতাধিক দুর্বৃত্ত লাঠি-সোঁটা নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায়। পুলিশের পিকআপটি ভাঙচুর করে তারা। হামলায় চার পুলিশ সদস্য আহত হন। খবর পেয়েই সখীপুর থানা উপজেলার বিভিন্ন স্থানে থাকা পুলিশের টহল বাহিনী বড়চওনার ঘটনাস্থলে গিয়ে ১৯ রাউন্ড গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে গিয়ে আহত চার পুলিশকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

police

ওসির অভিযোগ, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সভাপতি ছাত্রলীগ নেতা আহত হওয়ার মামলার প্রধান আসামি কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম সরকারের নেতৃত্বে পুলিশের ওপর এ হামলা চালানো হয়েছে। তাকে গ্রেফতার করতে গিয়ে এ হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা।

তবে কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল বলেন, ঐক্যফ্রন্ট ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীদের আতঙ্কিত করতে পুলিশ বেপরোয়া অভিযান শুরু করেছেন। গ্রেফতার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার রাতে আমাকে গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালায় পুলিশ। আমাকে না পেয়ে ঢাকায় কর্মরত আমার ছেলে শাওনকে আটক করে পুলিশ। গ্রেফতার বাণিজ্য চালাতে পুলিশ নিজেদের গাড়ি নিজেরা ভাঙচুর করে নাটক সাজিয়েছে। ক্ষমতাসীনদের এজেন্ডা বাস্তবায়নে এসব নাটক করছে পুলিশ।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।