সুজুকি মোটরসাইকেলের ডিলারের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮

টাঙ্গাইলে মিজানুর রহমান মিজান (৩০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি শুক্রবার রাতে কোনো একসময় আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের।

মিজান পৌরশহরের প্যারাডাইস পাড়া এলাকার মৃত আমিনুল ইসলাম তারার ছেলে ও শহরের ময়মনসিংহ রোডে সুজুকি মোটরসাইকেলের ব্যবসায়িক ডিলার ছিলেন। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তার নিজ ঘরে ঘুমাতে যায় মিজান। পরদিন শনিবার সকালে তাকে ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা সিলিংফ্যানে গামছা পেচানো তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয়। পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন ব্যবসায়ী মিজান সেই বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি তার পরিবার?

টাঙ্গাইল মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রতিমা রানী তরফদার ব্যবসায়ী আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।