মির্জাপুরে নৌকার পক্ষে কাজ করবে জাপা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১০:০৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. একাব্বর হোসেনের পক্ষে প্রচারণার সিদ্ধান্ত নিয়েছে মির্জাপুর উপজেলা জাতীয় পার্টি। রোববার দিনভর মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা শেষে সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ। সভায় বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি সিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সাঈদ আনোয়ার, সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ প্রমুখ।

সভায় আওয়ামী লীগ প্রার্থীর প্রতিনিধি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ওয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ হেল সাফি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন বক্তৃতা করেন।

জাতীয় পার্টির প্রার্থী থাকলেও উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মী মহাজোট প্রার্থী বর্তমান এমপি একাব্বর হোসেনর নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাবেন বলে সভায় সিদ্ধান্ত নেন।

মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ জানান, এ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী থাকলেও প্রচার প্রচারণা নেই। বর্ধিত সভায় দলীয় সিদ্ধান্তে মহাজোটের মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একাব্বর হোসেনের নির্বাচনী প্রচারণায় উপজেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মী কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাল জহির দলের বর্ধিত সভায় বক্তৃতাকালে তিনি নেতাকর্মীদের বক্তব্যের দ্বিমত করেননি বলেও তিনি উল্লেখ করেন।

তবে এ ব্যাপারে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এরশাদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।