টাঙ্গাইলে টুকুর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ধানের শীষের প্রার্থী কারাবন্দী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ধানের শীষের এজেন্টকে আটকের অভিযোগে রোববার দুপুরে টুকুর বড় ভাই ও জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোহা ভোট বর্জনের ঘোষণা দেন।

তিনি বলেন, নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও ধানের শীষের এজেন্টকে আটকের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার সঞ্জয় কুমার রায়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা নির্বাচন বর্জন করেছি।

ধানের শীষের এজেন্টকে আটকের বিষয়ে গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে মামুন ও আব্বাস আলী নামে দুইজনকে আটক করা হয়েছে। ধানের শীষের কোনো এজেন্টকে আটক করা হয়নি বলে তিনি জানান।

টগর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।