মারাই গেল ড্রেন থেকে উদ্ধার সেই নবজাতক
শেষমেশ মারাই গেল টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক। রোববার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে নেয়া হয় তাকে। তবে সেখানেও বাঁচানো গেল না তাকে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হামিদ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেন।
টাঙ্গাইল সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। উদ্ধার হওয়া ওই নবজাতককে বাঁচানোর সকল প্রচেষ্টা সত্ত্বেও ব্যার্থ হতে হলো। সমাজ সেবা অধিদফতরের ঢাকার কার্যালয়ের উদ্যোগে নবজাতকের দাফনের সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের এক নারী পরিচ্ছন্নতাকর্মী ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে ভর্তি করেন। এরপরই ওই নবজাতককে হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়। পরে তাকে বাঁচাতে ৬ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
আরিফ উর রহমান টগর/এফএ/এমকেএইচ